বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বানারীপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে বানারীপাড়া ঘোষেরবাড়ি হতে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট সংলগ্ন সভাস্থল মাঠে শেষ হয়। বানারীপাড়া উপজেলার আটটি ইউনিট এবং একটি পৌরসভাসহ নয়টি ইউনিট থেকে আলাদা আলাদা ব্যানারে যুবদল নেতা কর্মীরা শত স্ফূর্তভাবে সভা স্থলে উপস্থিত হন। যুবদলের নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে বানারীপাড়ায় একটি আনন্দক্ষন পরিবেশে সৃষ্টি হয়। পৌরসভার ফেরিঘাট সংলগ্ন সভাস্থল মাঠে বানারীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে( ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান,জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট তসলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমেদ বাবলু,বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা,পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল দাস, সদস্য সচিব জাহিন খালাসী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বসির কাজি,মহিলা সভানেত্রী নেত্রী ডেইজি বেগম,৫নং সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকির হোসেন,সদস্য সচিব সোহল, বিশারকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক আবুল কালাম, সদস্য সচিব ফিরোজ,সৈয়দ কাঠী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রহমান,সদস্য সচিব মহসিন ফকির, বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রব মল্লিক,সদস্য সচিব ডালিম, ইলুহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রানা তালুকদার,উদয়কাঠী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান,সদস্য সচিব মোহাম্মদ বাবু,বানারীপাড়া সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মারুফ আকন ও সদস্য সচিব নাহিদ হোসেন,চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান,সদস্য সচিব মজিবুল হক প্রমূখ। আলোচনা সভায় বক্তারা সকলে মিলে মিশে,সকল ধরনের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
https://slotbet.online/