বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দরিকর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে দরিকর গ্রামের সরদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,প্রথমে সেলিম সরদারের ঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। স্থানীয়দের ধারণা,বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূচনা হতে পারে।
ঘটনার পর মুহূর্তেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তা নেভানোর চেষ্টা চালায় এবং দ্রুত বানারীপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সেলিম সরদার ও ইমরান সরদারের দুইটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। স্থানীয়দের মতে,ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত।
https://slotbet.online/